Himalaya Divas

 কারণ আজ হিমালয় দিবস।

প্রতি বছর 9 ই সেপ্টেম্বর এটি উদযাপিত হয়। মুল উদ্দেশ্য হিমালয়ের ইকোসিস্টেম রক্ষা ও সংরক্ষণ। উত্তরাখণ্ড এর মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত মহাশয়ের উদ্যোগে প্রতি বছর এটি পালিত হয় উত্তরাখণ্ড এ।
হিমালয়ের বিশালতার প্রেমে পড়েন নি এমন মানুষ কমই আছে।
আমি ব্যাক্তিগত ভাবে হিমালয় আসক্ত। সুখে, দুখহে, স্বস্তি বা বিস্বাদে সর্বদা ঠিক আমার পাশটিতে বিরাজমান। ডিপ্রেসন এ হারিয়ে যাওয়ার থেকে হিমালয়ের বুকে হারিয়ে যাওয়া বহুগুণে স্বাস্থ্যকর। খালি হাতে কোনোদিন ফিরতে হয় না বরং ভরিয়ে দেয় বহুগুণ। সব ক্ষতের প্রলেপ। আমার সামান্য কিছু সংগ্রহ মেলে ধ রলাম।









Previous Post Next Post

Contact Form