The Search Of The Western Ghats Part 3

 বঙ্গনারীর পশ্চিমঘাট অন্বেষণ

তৃতীয় পর্ব
সকাল বেলা জগন্নাথ ভাইয়ের ফোনে ঘুম ভাঙলো, তখন সকাল পৌনে পাঁচটা। আমার homestay র সামনে জীপ নিয়ে হাজির । তাড়াতাড়ি তৈরি হতে গিয়ে দেখি ডান পাটি ফুলে ঢোল। যাই হোক খোঁড়াতে খোঁড়াতে জীপের কাছে পৌঁছতে ড্রাইভার ভাই প্রথমেই যে বাক্যটি তিনি উচ্চারণ করলেন তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। " ম্যাডাম No Hindi, no English , only Kannad"।
তারপর আর কি? দুজনে পাঁচ মিনিট ধরে ,নিজ নিজ ভাষা প্রয়োগ করে একে অপরকে বোঝাবার চেষ্টায় সফল হলাম এবং ধীরে ধীরে ড্রাইভার ভাইয়ের সাহায্যে জীপে উঠে বসলাম। অন্ধকার থাকতে থাকতে মণ্ডলপেটটির উদ্দেশ্যে যাত্রা করলাম। আমার একার খরচ পড়লো 1600 টাকা। পুস্পগিরি জঙ্গলের ভেতর দিয়ে চলেছি। ঘুটঘুটে অন্ধকারে শুধুমাত্র গাড়ির তীব্র আলো এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। একটু এগোতেই আরো বেশ কিছু জীপ আমাদের সঙ্গ নিলো। রাস্তা ছিল বন্ধুর। প্রায় একঘন্টা চলার পর সান রাইস পয়েন্টে পৌঁছলাম।
এখানেও যথারীতি ড্রাইভার ভাইয়ের সাহায্যে ধীরে ধীরে ছোট্ট একটি hike করে পৌঁছে গেলাম গন্তব্যে।
পৌঁছে বেশ লাগলো। যদিও আমি সূর্যাস্ত উপভোগ করতে বেশী ভালোবাসি , কিন্তু অনেকদিন পর মেঘহীন আকাশে অসম্ভব সুন্দর একটি সূর্যোদয়ের সাক্ষী থাকলাম। চারিদিকে তখন বাঙ্গালী কল কল করছে। চলছে বিভিন্ন স্থানে দেখা সূর্যোদয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ। টাইগার হিল থেকে কৌশানী, কিছুই বাদ গেল না। খানিক জ্ঞান আরোহনের পরে আস্তে আস্তে নেমে এলাম।
আসার পথে অন্ধকার থাকার কারণে কিছুই দেখা যায়নি। আলো ফোটায় অনেক সুন্দর দৃশ্যের সাক্ষী থাকা গেল। পেরিয়ে এলাম একের পর এক কফি বাগিচা। চারিদিকে প্রচুর কফি ফুলের সমারোহ। দেখে গতকালের কফি প্লান্টেশন ট্যুর না করার সব দুঃখ ঘুচলো । এই বার পা নিয়ে ভাবতে শুরু করলাম, ভেবেছিলাম এই ট্যুরে স্থানীয় যানবাহন দিয়ে কাজ চালাবো কিন্তু পায়ের যা অবস্থা তাতে গাড়ি নিতেই হলো। আর যদি গাড়ি নিতেই হয় তাহলে আরও বেশ কয়েকটি জায়গা ঝোলায় পুরে ফেলা যায়। গাড়ির rate নেওয়ার জন্য প্রথমে গুগল দাদার মাধ্যমে বেশ কিছু মাইসরের ট্যাক্সি সার্ভিসে ফোনে কথা বললাম কিন্তু দাম অনেক বেশি বলে মনে হলো। এবার কুর্গে খোঁজ করলাম।
কেয়ারটেকার পিটার ভাইয়ের হাতযশে একজন ভালো ড্রাইভারও পেলাম , সন্তোষ ভাই। মোট দুদিনের জন্য নিলাম, পড়লো 9000। এবার আমার ভ্রমনসূচীটা ভালো করে সাজিয়ে নিলাম। মোটামুটি যা দাঁড়াল তুলে ধরছি।
Day 1 ব্যাঙ্গালোরে পৌঁছে রাতের বাস ধরে কুর্গ পৌঁছনো।
Day 2 কুর্গের লোকাল sight seeing
Day 3 সকালে মান্দালপেটটি ঘুরে শ্রীরঙ্গপাতনা মন্দির, মাইসর palace, ঘুরে রাতে বন্দিপুর বা মুদুমালাই অথবা মাসাই গুড়িতে রাত্রিবাস।
Day 4 উটির অনাঘ্রাত স্থানগুলি দেখে উটিতে রাত্রিবাস।
Day 5 উটি থেকে বাইসন valley ঘুরে wayanad।
Day 6 Wayanad
Day 7 কলকাতায় প্রত্যাবর্তন।
মোটামুটি এইরকম একটা সাজিয়ে বেরুলাম।
ড্রাইভার জগন্নাথ ভাইয়ের যোগাযোগ 9448313515
মণ্ডলপেটটির একটি তিন মিনিটের ভিডিও বানিয়েছি, চাইলে দেখতে পারেন।
Previous Post Next Post

Contact Form